সারা দেশের ন্যায় নেত্রকোণার আটপাড়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ উপলক্ষে র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে এসে শেষ। র্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: উত্তম কুমার পাল, অফিসার ইনচার্জ উজ্জল কান্তি সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ মাসুদ করিম ছিদ্দিকী, উপজেলা প্রকৌশলী মো: আল মুতাসিম বিল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেলিমা আক্তার খাতুন, প্রেসক্লাব সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমূখ। এছাড়া পৃথক সভায় সকলের উপস্থিতিতে সারা দেশে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।