নেত্রকোনার আটপাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উপজেলা পর্যায়ে ফাইনাল খেলার সমাপনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা প্রশাসন আয়োজনে ও উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় সমাপনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা -৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোস্তাফিজুর রহমানর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪নং বানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস রানা আনজু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা সাইদুল হক তালুকদার, আব্দুস সেলিম মনি, আরিফুজ্জামান খান টিটু, বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন, জহিরুল ইসলাম খান হীরা, এবায়েদ হোসেন মানিক, হায়দার জাহান সাগর, জুয়েল পাঠান। সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ সুমন খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীন, সাধারণ সম্পাদক কবির তালুকদার ,শিক্ষক নেতা , গোলাম মোস্তফা জিকু, আবু জাফর সাদেক ফখরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেলিমা আক্তার খাতুন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার পীযূষ কান্তি মজুমদার, সুব্রত বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ সাবেক সম্পাদক রাজর্ষি দেবনাথ সুমন।