নেত্রকোণার আটপাড়ায় গতকাল (বৃহস্পতিবার) সকাল ১১:০০ ঘটিকায় দূর্গাশ্রম উচ্চ বিদ্যালয় ও ১২:০০ ঘটিকায় গোপালাশ্রম ভৈরব চন্দ্র উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও (আটপাড়া-কেন্দুয়া) নির্বাচনী এলাকা-১৫৯ এর সাংসদ অসীম কুমা উকিল। এছাড়া বিকাল ৩:০০ ঘটিকায় আটপাড়া সদরের ডিগ্রী কলেজের নব নির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বানিয়াজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আটপাড়া ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: ফেরদৌস রানা আনজু, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, অধ্যক্ষ মো: মোজাম্মেল হক, প্রধান শিক্ষক এ.কে.এম আমীর হোসেন, মো: বাবুল মিঞা, বিদ্যালয়ের সভাপতি এডভোকেট সীতাংশ বিকাশ আচার্য্য, মো: নূরুল আমীন তালুকদার, প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, সম্পাদক মো: আসাদ্দুজ্জামান খান সোহাগ, সকল ইউ.পি চেয়ারম্যান, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ প্রমূখ।
প্রধান অতিথি এম.পি অসীম কুমার উকিল বলেন, “শেখ হাসিনার হাতে দেশ’ পথ হারাবেনা বাংলাদেশ”। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষার্থীদের লেখাপড়ার সাথে সাথে খেলাধূলায় মনোনিবেশ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। কোমলমতি শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় মনোনিবেশ করতে উপদেশ দেন। তাছাড়া শিক্ষার মান উন্নয়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।