তথ্য আমার অধিকার জানা আছে কি সবার
এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোণার আটপাড়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২১ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় আটপাড়া উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এতে সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব
মাহফুজা সুলতানা। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তথ্য অধিকার আইন ২০০৯ এর উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।তিনি বলেন,স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে তথ্য অধিকার আইনের প্রয়োজনীয়তা অপরিসীম।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন রেখা দৈনিক আজকের পত্রিকার আটপাড়া প্রতিনিধি ফয়সাল চৌধুরী সহ আরোও অনেকেই।