নেত্রকোণার আটপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের চা দোকানী চা সরবরাহ না করার কারণে তার বাড়ির বিদ্যুৎ সংযোগটি নিয়ম বহির্ভূত ভাবে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শুনই ইউনিয়নের স্বল্প শুনই গ্রামের মৃত আব্দুস ছোবান এর ছেলে মো: সাইকুল ইসলামের নামে আবাসিক বিদ্যুৎ সংযোগ চালু ছিল। বৈধ চালুকৃত সংযোগটি স্বেচ্ছায় নিয়ম বহির্ভূত ভাবে হিংসার বশবতি হয়ে বিচ্ছিন্ন করে পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ। সংযোগের মালিকের ছোট ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে ৩০ সে নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর অভিযোগ দায়ের করেন। অভিযোগের অনুলিপি বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সংযোগ মালিকের নামে মে মাসের বিদ্যুৎ বিল পরিশোধের জন্য বিলের কপি প্রেরণ করে। বিলের কপিতে জরিমানা ছাড়া জমাদানের শেষ তারিখ ছিল ২৫ মে, বিলম্ব মাশুলসহ পরিশোধের শেষ তারিখ ছিল ৬ জুন। সংযোগ মালিক ২৯ মে সকাল ১১ ঘটিকায় জরিমানাসহ বিদ্যুৎ বিল পরিশোধ করেন। ঐ দিন দুপুর বেলায় বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ সংযোগ মালিকের ছোট ভাইকে শফিকুল ইসলামকে চা দিতে বললে ব্যস্ততার কারণে চা দিতে দেড়ি হয়। এতে পল্লী বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে ঐ দিন সন্ধা বেলায় বিল পরিশোধের পরেও তার সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়া হয়।
অভিযোগকারী শফিকুল ইসলাম জানান, বিল পরিশোধ করার পরেও আমার সাথে যে অন্যায় আচরণ করা হয়েছে আমি তার সুষ্টু বিচার চাই। নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বলেন আমি অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।