১২-ই ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণ দিবস, এ উপলক্ষে রাত ১০টায় নেত্রকোণার ঐতিহ্যবাহী সাহিত্য পত্রিকা বোধ-এর আয়োজনে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কবি, প্রাবন্ধিক ও মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু’র সভাপতিত্বে সাহিত্য পত্রিকা বোধ-এর এডমিন কবি মোঃ রাসেল হাসানের সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমী ও একুশে পদক প্রাপ্ত কথাসাহিত্যিক খালেকদাদ চৌধুরী’র পৌত্র, সাহিত্য পত্রিকা বোধ-এর সম্পাদক, ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কবি খন্দকার অলিউল্লাহ, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গল্পাকার ও জাতীয় দৈনিক আজকের পত্রিকার আটপাড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক ফয়সাল চৌধুরী,কবি মোঃ সোহাগ মিয়া, কবি তানভীয়া আজিম, কবি আফরোজা সুলতানা রোজ, কবি সাবরিনা শারমিন নিলু প্রমুখ,উপস্থিত সবাই জাতীয় কবি,প্রেমের ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম’কে বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁর কবিতা আবৃত্তি করেন ও কবিকে নিয়ে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে অনুষ্ঠানের সঞ্চালক কবি মোঃ রাসেল হাসানের সঙ্গে মুঠোফোনে যুক্ত হন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কবি, কবিদের কবি, বর্তমান বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি নির্মলেন্দু গুণ।
ভার্চুয়াল এই আলোচনায় উপস্থিত সকল কবি সাহিত্যিকরা কবি কাজী নজরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে।