নেত্রকোণা জেলার ১০ উপজেলায় দ্বিতীয় ধাপে জমি ও গৃহহীনদের মাঝে ৯২৫টি ঘর প্রদান করা হবে। আজ শনিবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান।
আগামীকাল রবিবার এই ঘর প্রদান কার্যক্রমের শুভ উদ্ভোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নেত্রকোণা জেলা প্রশাসক জানান, প্রথম ধানে নেত্রকোণা জেলার ১০ উপজেলায় ৯৬০টি ঘর ইতিমধ্যে উপকারভোগীদের মাঝে হস্থান্তর করা হয়েছে। এখন আবার দ্বিতীয় ধাপে ৯২৫টি একক ঘরের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রতি ঘরের ব্যয় ধরা হয়েছে ১১ ল ৯০ হাজার টাকা। জেলা প্রশাসন সূত্রে জানা যায় জেলার সদরে ৬৪টি, আটপাড়ায় ৫০টি, দূর্গাপুরে ৪৫টি, মোহনগঞ্জ ১০৫টি, পূর্বধলায় ২০টি, মদনে ১০৫টি, কলমাকান্দায় ৫৫টি, কেন্দুয়া ৫৬টি, বারহাট্টায় ২৫টি এবং খালিয়াজুরীতে ৪০০টি ঘর গৃহহীনদের মাঝে প্রদান করা হবে। এদের মধ্যে হিজড়া স¤প্রদায়কে ২৪টি এবং প্রতিবন্ধীদের ৬৫টি ঘর প্রদান করে পূর্নবাসন করা হয়েছে।
উক্ত সংবাদ সম্মেলনে জেলা প্রাশাসক কাজী আব্দুর রহমানের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জিয়া আহম্মেদ সুমন, অতিরিক্ত জেলা প্রাশসক আব্দুল্লাহ আল মাহমুদ, পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খানসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।