নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা-গাবরাগাতী ইউনিয়নের কালিয়ারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুভাষ রঞ্জন দত্তের ৬০ শতাংশ জমির পাঁকা ধান কেটে নিয়ে যাওয়ায় অভিযোগে থানায় মামলা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা সুভাষ রঞ্জন দত্ত শনিবার সাংবাদিকদের জানান, গত ১৫ ডিসেম্বর গভীর রাতে একই গ্রামের মৃত ঃ আব্দুর রহমান এর ছেলে মোঃ মঞ্জুরুল হক, মোঃ সামছুল হক, মোঃ নূরুল হক সহ অজ্ঞাত বেশ কয়েকজন সংঘবদ্ধ একটি চক্র তার আবাদকৃত স্বত্ত¡ঃদখলীয় জমির পাঁকা ধান কেটে নিয়েছে। এ ব্যাপারে তিনি বাদী হয়ে গত ১৬ ডিসেম্বর শুক্রবার নেত্রকোণা মডেল থানায় মামলা রুজু করেছেন। তিনি আরো জানান, এখন পর্যন্ত ধান উদ্ধার ও আসামী গ্রেফতার হয়নি।
এ ঘটনায় আসামীদের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাদেরকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোহাম্মদ রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।