গতকাল নেত্রকোণা জেলা প্রশাসনের আয়োজনে মোক্তারপাড়া মাঠে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।
পরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ১০২ পাউন্ড ওজনের কেক কাটা হয়। শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব (পরিকল্পনা বিভাগ) প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিকল্পনা কমিশনের সচিব (শিল্প ও শক্তি বিভাগ) এ কে এম ফজলুল হক, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।