(নেত্রকোনা প্রতিনিধি, সোহেল মিয়া)
নেত্রকোনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (৮)ফেব্রুয়ারী শনিবার সকাল ১১ঘটিকায় মোক্তারপাড়া ঐতিহাসিক মাঠে এ কর্মীসম্মেলনের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সম্মেলনে উপস্থিত ছিলেন। নেত্রকোনা জেলা আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে উক্ত সম্মেলনে ভক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।এ ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন , নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি এড.মতিউর রহমান আকন্দ, কেন্দ্রিয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড.ছামিউল হক ফারুকী,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভইয়াঁ,সাবেক নেত্রকোনা জেলা আমীর মাওলানা এনামুল হক, তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড.মুফতি আবু ইউসুফ খান সহ জেলার অন্যান্য নেতৃ বৃন্দ।