নেত্রকোনা-কেন্দুয়া সড়কটি প্রায় চলাচলের অযােগ্য হয়ে পড়েছে। প্রায় ছয় বছর ধরে এ সড়কটির সংস্কারে চলছে চরম গাফিলতি। সড়কের এ বেহাল দশায় এ সড়কে চলাচলকারী মানুষ ও যাত্রীরা চরম দুর্ভোগ পােহাচ্ছে।
নেত্রকোনা- কেন্দুয়া সড়কটির পুরােটাই বড়াে বড়াে গর্ত ও খানাখন্দে ভরা। বিভিন্ন অংশে দুই পাশের মাটি সরে গেছে। এ বর্ষায় বৃষ্টিপাতে পানি ও কাদায় সড়কটি একাকার হয়ে গেছে। যা এখন চলাচলের অযােগ্য হয়ে পড়েছে। প্রায় প্রতিনিয়ত কোন না কোন যানবাহন রাস্তার গর্তে পড়ে যায়, এতে চালকসহ যাত্রীরা চরম দূর্ভোগে রয়েছে। সড়কটি নিয়ে এলাকাবাসীর দুর্ভোগ দীর্ঘদিনের। এর সমাধানে কর্তৃপক্ষের আরও বেশী ভূমিকা নেওয়া প্রয়োজন। গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ দূর করার দাবী ছাত্র জনতার। নেত্রকোনা-কেন্দুয়া মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে ১৪ জুন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, মদনপুর কলেজ শাখার পক্ষ থেকে নেত্রকোনা সড়ক বিভাগে স্মারকলিপি প্রদান করা হয়েছে। নেত্রকোনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপ নির্বাহী প্রকৌশলী রাজিব কুমার দাস। আগামী ৭ দিনের মধ্যে দৃশ্যমান কার্যক্রম শুরু না হলে ছাত্র জনতাকে সাথে নিয়ে মদনপুর কলেজ ছাত্র ইউনিয়ন কঠোর আন্দোলন গড়ে তোলার আল্টিমেটামও উল্লেখ রয়েছে স্বারক লিপিতে।
“প্যাকেজের বেড়াজাল নয় মানসম্মত সড়ক চাই” শ্লোগানকে প্রতিপাদ্য করে সওজ নেত্রকোনা সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী বরাবরে এ স্বারকলিপি প্রদান করা হয়েছে। ছাত্র ইউনিয়নের পক্ষে সভাপতি আজিজুর রহমান সায়েমসহ অন্যান্যরা এ স্বারকলিপি জমা দেয়।
স্বারকলিপিতে উল্লেখ রয়েছে নেত্রকোনা -কেন্দুয়া সড়কটি দীর্ঘদিন যাবত বেহাল দশায় পরিণত হয়েছে। ফলে শিক্ষার্থীসহ এলাকাবাসী সর্বস্তরের জন সাধারণ চরম দূভোর্গ মধ্যো চলাচল করছে। তন্মধ্যে শিশ,বয়স্ক মানুষ,গর্ভবতী নারী,অসুস্থ মানুষ,কর্মজীবী মানুষ ও সর্বসাধারণ এ সড়কে চলাচল করছে। কিন্তু সড়কটি নির্মাণ কাজে গাফিলতির কারনে অনেক দূর্ঘটনা ঘটে চলেছে। “দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষের দাবীর প্রেক্ষিতে রাস্তাটি সংস্কারে বাজেট পেশ করা হলেও, প্যাকেজ ও নানাবিধ জটিলতা দেখিয়ে সংস্কার কাজ বিলম্বিত করা হচ্ছে। ফলে ঝুঁকিপূর্ণ এ রাস্তাটি দিয়ে চলাচলের অযোগ্য অবস্থা সৃষ্টি হয়েছে। ছাত্র ইউনিয়নের দেওয়া স্মারকলিপিতে আরও উল্লেখ রয়েছে নেত্রকোনা কেন্দুয়া সড়কটিতে অচিরেই দৃশ্যমান কাজ বাস্তবায়ন করে জনসাধারণের দুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তা সংস্কার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার প্রত্যাশায় রয়েছে আপামর জনসাধারণ।