তুমি সুন্দর,তোমি সুন্দরের,
অধিক সুন্দরতম।
তোমি মহান,মহানুভাবতা মম।
তুমি সৎ অনেষ্ট,নীতি,আদর্শিক,
করো না কভু নীতিহীন কার্য্য।
দানে,সেবা,প্রেমে,শ্রদ্ধায়
তোমিই উদারত্ব মম।
কারো হৃদয়ে পুজঁনীয়
শ্রদ্ধায় নতশীরো।
তোমি আছো আন্নিকা হৃদয়ে
ব্যাকুলিত শিহরণ।
তোমি আন্নিকার হৃদয়ে প্রেমোপুজারী।
তোমার পায়ে আন্নিকার
রক্তঝরা পূস্পাঞ্জলী।
তোমি ছিলে,তোমি আছো,
তোমি থাকবে সদাই।
আন্নিকা হবে পরজন্মে
তোমার মিলনের বাসরশয্যা
নিয়তির দাসত্ব।
তুমিই পারতে আন্নিকার হৃদয়ে দিতে
এই জন্মেই তোমার অধিকারত্ব।
সব ফুলে হয় না পুঁজা
জানে আন্নিকা এই কথা।
তাই তো আন্নিকা ফুলে
তোমার হয় না পুঁজা।
আন্নিকা যায়নি কভূ
তোমায় খোজতে,
তোমারেই পুঁজার ফুল হতে।
তোমিই আসলে পুঁজা পেতে
আন্নিকার হৃদয় দোয়ারে
ভালবাসার পুঁজারী হয়ে
আবার তোমি করলে ছলনা
ফিরিয়ে দিলে সরিয়ে নিলে
তোমার হাত তোমার অধিকার।।