নেত্রকোনার মদনে পালিত হয়েছে বিএনপি’র
৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা দলীয় কার্যালয়ে সকাল ৬ টায় পতাকা উত্তোলন এবং ১১ টার সময় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, সাবেক উপজেলার যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম বকুল, সাবেক উপজেলা সদস্য সচিব মদন ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান শেখ মানিক সহ অনেক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ তিনি বলেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আজ রবিবার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদীদের ’যূথবদ্ধ শক্তিমঞ্চ’ হিসেবে এই দল গঠন করেন তিনি। প্রতিষ্ঠার পর সাড়ে চার দশকের মধ্যে গত দেড় যুগ ধরে সবচেয়ে ভয়াবহ ক্রান্তিকাল পেরিয়ে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর এক অসামান্য সুবর্ণ সময়ের পটভূমিতে ফিরে এসেছে বিএনপির। মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে গত সাড়ে ছয় বছর কারারুদ্ধ থাকার পর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্তর্বর্তীকালীন সরকার মুক্তি দিয়েছে। দলের কান্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে রাজনৈতিক প্রতিহিংসায় যে গায়েবি-বানোয়াট ও মিথ্যা মামলার পাহাড় ছিল তা ন্যায়বিচারে ক্রমশ খালাস দিচ্ছে বিজ্ঞ আদালত।
ফ্যাসিবাদ মুক্ত পরিবর্তিত পরিস্থিতিতে মদন উপজেলা সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ লুৎফুজ্জামান বাবর এর
নিঃস্বার্থ মুক্তির প্রতীক্ষায় প্রহর গুনছেন মদন উপজেলা বাসীসহ সারা দেশের মানুষজন।