২০২৩ ইং বছরের প্রথম দিবসে পণ্য সামগ্রী নিয়ে ই – কমার্স ভিত্তিক এ্যাফিলিয়েট প্রতিষ্ঠান মার্কেটিং এ নেত্রকোণা থেকে সারা বিশ্বে কাজ করার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করল রোডোমো ইন্টারন্যাশনাল লিমিটেড ( Rodomo INTERNATIONAL LTD. )।
১জানুয়ারী রবিবার দুপুরে নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকায় বাসমতি রেষ্টুরেন্টে রোডোমো ইন্টারন্যাশনাল লিমিটেড আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে । এ সময় উপস্হিত ছিলেন রোডোমো’র ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান রনি, সিইও কৃষিবিদ সাংবাদিক কবি দীলিপ সেন, চিপ ডিরেক্টর জিন্নাতুর রহমান টিটু, চয়ন চক্রবর্তী, স্বপন কুমার সরকার সহ অন্যান্য বিভাগ ও জেলার কর্মীবৃন্দ ।
জিন্নাতুর রহমান টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি Rodomo’র এমডি. মাহবুবুর রহমান রনি বলেন, সরকারের নিয়ম অনুযায়ী রোডোমো ইন্টারন্যাশনাল লিমিটেড যাত্রা শুরু করল। ফুড সাপ্লিমেন্ট সহ পণ্য সামগ্রী নিয়ে কাজ করবে। স্বাস্থ্য, অর্থ ও কাজের মাঠ তৈরি করে বিশ্বে কাজ করার স্বপ্ন নিয়ে ই – কমার্স ভিত্তিক কাজ করে যাবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিইও দীলিপ সেন, সদস্য জিন্নাতুর রহমান টিটু।
বক্তারা পণ্য সামগ্রীর গুণগত মান বজায় রেখে সারা বিশ্বে মার্কেটিং করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন এবং সফলতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।