পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ দিদারুল ইসলাম সাংবাদিকদের জানান, গোয়েন্দা সূত্রে জানা যায়,
একটি মাদক চক্র সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে বিরিশিরি শ্যামগন্জ সড়ক দিয়ে নিয়ে যাচ্ছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে
পূর্বধলা উপজেলার লাল মিয়ার বাজারে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি অভিযান শুরু করা হয়। তল্লাশি কালে একটি পিক আপ ভ্যানে থাকা পুরোনো ১০টি কার্টুনের ভেতর থেকে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ১০২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। মাদক পাচারে জড়িত থাকার দায়ে তিন মাদক ব্যবসায়ী আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, জেলার কলমাকান্দা উপজেলার ঘোড়াগাঁও গ্রামের জাহাঙ্গীর উদ্দিন (৩০) ও জাকির হোসেন (২২) এবং দাওরাদাইর গ্রামের জামাল উদ্দিন (২৮)।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিক আপ ভ্যানটিকেও জব্দ করা হয়।
তিনি আরো জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে তাদেরকে নেত্রকোনা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।