মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে পূর্বধলায় বিএনপির বিক্ষোভ মিছিল নেত্রকোনায় জমি দখল ও দোকানঘর ভাঙচুরঃথানায় অভিযোগ নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু নেত্রকোনায় চল্লিশা মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান নেত্রকোণার কলমাকান্দা উপজেলা  বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন এম এ খায়ের সভাপতি  সাইদুর রহমান ভূইয়া সাঃ সম্পাদক  ভোটাধিকার প্রতিষ্ঠায় ৩১ দফার বিকল্প নেই: এটিএম আব্দুল বারী ড্যানী নেত্রকোনা সীমান্তে আবারো বিএসএফের পুশইন, তৃতীয় লিঙ্গসহ ২১ জনকে আটক করেছে বিজিবি খালিয়াজুরীতে মোবাইল কোর্টে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড কলমাকান্দা লেংগুরা ইউনিয়ন চেয়ারম্যান ছাইদুর রহমান ভূইয়ার বিরুদ্বে অনিয়ম দুর্নীতির অভিযোগ করেছে এলাকাবাসি। নেত্রকোনায় প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

আজ কথাসাহিত্যিক ও সাংবাদিক খালেকদাদ চৌধুরীর ৩৬তম মৃত্যুবার্ষিকী

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৪১২ বার পড়া হয়েছে

আজ ১৬ অক্টোবর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ২১ পদক প্রাপ্ত ও বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত কথা সাহিত্যিক ও সাংবাদিক মরহুম খালেকদাদ চৌধুরীর ৩৬তম মৃত্যু বার্ষিকী।

১৯০৭ সালে খালেকদাদ চৌধুরী নেত্রকোনা জেলার মদন উপজেলার চানগাঁও-এ তার নানার বাড়ীতে জন্মগ্রহন করেন। ১৯২৪ সালে নেত্রকোনার দত্ত উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক এবং ১৯২৬ সালে কলকাতা রিপন কলেজ থেকে সুনামের সাথে আইএ পাশ করেন। পরে কলকাতা ইসলামিয়া কলেজে ইংরেজীতে অনার্সে ভর্তি হন। ১৯২২ সালে কলকাতা থেকে প্রকাশিত কবি বন্ধে আলী মিয়া সম্পাদিত বিকাশ পত্রিকায় তার লেখা প্রথম কবিতা প্রকাশিত হয়। তিনি কলকাতা কর্পোরেশনের একটি স্কুলে কিছুদিন শিক্ষকতা করার পর ১৯৪১ সালে তথ্য অফিসার হিসেবে সরকারী চাকুরীতে যোগদান করেন। তিনি ১৯৪১ সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত ‘দৈনিক নবযুগ’ পত্রিকার শিশু বিভাগ সম্পাদনা করতেন। সেই সূত্রেই কাজী নজরুল ইসলামের সাথে তার ঘনিষ্টতা বৃদ্ধি পায়। ১৯৬১ সালে সরকারী চাকুরী ইস্তফা দিয়ে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। সে সময় নেত্রকোনা থেকে ‘উত্তর আকাশ’ নামে মাসিক সাহিত্য পত্রিকা বের করেন। তার সম্পাদিত বহুল আলোচিত ‘উত্তর আকাশ’ সাহিত্য পত্রিকাকে কেন্দ্র করে সে সময় নেত্রকোনায় গড়ে উঠেছিল কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের এক মিলন মেলা। এই পত্রিকায় সাহিত্য চর্চা করে প্রতিষ্ঠিত হয়েছেন কবি নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ, রফিক আজাদ, জীবন চৌধুরী, শান্তিময় বিশ্বাসসহ অনেক কবি সাহিত্যিক। ১৯৬৯ সাল পর্যন্ত পত্রিকাটি চালু ছিল। কোমলমতি শিশু কিশোরদের বই পড়ার অভ্যাস এবং আলোকিত মানুষ গড়ে তুলার লক্ষ্যে তার ঐকান্তিক প্রচেষ্টায় গড় তুলেন নেত্রকোনা সাধারণ গ্রন্থাগার। সেই গ্রন্থাগারের সাধারণ সম্পাদক থাকা কালে ‘সৃজনী’ নামে আরেকটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করতেন। তার লেখা ও প্রকাশিত ডজন খানেক বইয়ের মধ্যে ‘রক্তাত্ত অধ্যায়’, ‘একটি আত্মার অপমৃত্যু’, ‘এ মাটি রক্তে রাঙ্গা’, এবং শতাব্দীর দুই দিগন্ত উল্লেখযোগ্য। তিনি বিখ্যাত ‘মরু সাহারা, ‘বাহার-ই-স্তান-ই-গায়েবী’ ও ‘ওরসে কারবালা’, ‘বেদুইনের মেয়ে’ নামের অনুবাধক। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমী ১৯৮৩ সালে তাকে বাংলা একাডেমী পুরস্কারে এবং ২০১৮ সালে ২১ পদকে ভূষিত করে। ১৯৮৫ সালের ১৬ অক্টোবর এই কৃতি সাহিত্যিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। সৃজনশীল সাহিত্য চর্চার বিকাশ এবং কথা সাহিত্যিক খালেকদাদ চৌধুরী সাহিত্যকর্ম নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই নেত্রকোনা সাহিত্য সমাজ ১৪০৩ সাল থেকে পহেলা ফাল্গুন বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করে আসছে। ইতিমধ্যে দেশ বরেণ্য অনেক কবি সাহিত্যিকরা এই পুরস্কারে ভূষিত হয়েছেন।

খালেকদাদ চৌধুরী ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের মোক্তারপাড়াস্থ বাসভবনে কোরান খানি, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে। এছাড়াও নেত্রকোনা জেলা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি নেত্রকোনা জেলা ইউনিটের যৌথ উদ্যোগে সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হবে, নেত্রকোনার সাধারণ গ্রন্থাগার একই সময় আলোচনা সভার আয়োজন করে এবং বোধ সাহিত্য পত্রিকা তার নিজ কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin