ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বুধবার শান্তি ও যথাযথ ধর্মিয় ভাব গাম্ভীর্য পুর্ণ পরিবেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে।করোনার কারনে গৌরীপুর পৌর শহর ও ইউনিয়ন বা গ্রামের অধিকাংশ স্থানে মহল্লার মসজিদ সমুহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
তবে বিভিন্ন স্থানে ঈদগাহেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। মধ্যবাজার বড় মসজিদ, গৌরীপুর সরকারী কলেজ মসজিদ, দাপুনিয়া মসজিদ, কেরামতিয়া মসজিদ, ভালুকা জামে মসজিদ, পাছেরকান্দা জামে মসজিদ, নূরপুর গোলকপুর মাদ্রাসা ও বোকাইনগর নিজাম উদ্দিন (রাঃ) আউলিয়া’র দরগা’র ঈদগাহ মাঠসহ উপজেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠ ও উন্মুক্ত প্রান্তরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে পশু কোরবানীর মাধ্যমে ব্যপক আনন্দ-উদ্দীপনায় দিবসটি উদযাপন করে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ঈদ জামাতে ইমাম সাহেবগন মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা ও করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য বিশেষভাবে প্রার্থনা করেন।