নেত্রকোনার মদন উপজেলার দৈনিক বর্তমানদিন পত্রিকার উপজেলা প্রতিনিধিঃ সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম আর নেই।
রফিকুল ইসলাম কাইটাইল ইউনিয়নের দুর্গাশ্রম গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
আজ শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এন্ড রিসোর্স ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল ফরমাইয়াছেন । (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩২ বছর।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার আপন বড় ভাই সাবেক ইউপি সদস্য মোঃ মানিক মিয়া।
হার্ড স্ট্রোক করার পর ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এন্ড রিসোর্স ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ছিলেন । তিনি এক ছেলে ও এক মেয়ে স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মদন উপজেলার সকল সাংবাদিকের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাই ,ও তার আত্মার মাগফিরাত কামনা করি ।