
নেত্রকোণায় চর্তুথ ধাপে সদরের মদনপুর ১টিসহ তিন উপজেলায় ১২ টি ইউনিয়ন পরিষদ নিবার্চনের ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তায় রয়েছে আনসার পুলিশ বিজিবি র্যা বসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোবাইল টিম।
নেত্রকোণার মোহনগঞ্জ, খালিয়াজুরি ও সদর উপজেলায় আওয়ামীলীগ স্বতন্ত্রসহ ও বিএনপি দলীয় পরিচয় ব্যবহার না করে চেয়ারম্যান,মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা নির্বাচনে অংশ গ্রহন করছেন।
নেত্রকোণা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, অবাধ নিরপেক্ষ ও সুষ্ট নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিন উপজেলার ১২টি ইউনিয়নে ১ লক্ষ ৫৩ হাজার ৭ শ ২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৭ হাজার ৪৮৮ জন ও মহিলা ভোটার ৭৬ হাজার ২৩৯ জন এবং হিজরা ভোটার রয়েছেন ১ জন।