মদন প্রতিনিধি (শফিউল আলম রানা) : নেত্রকোনা জেলার মদন উপজেলা গত ১২ ডিসেম্বর রোজ রবিবার রাত ৮.৩০ মিনিটের সময় মদন থেকে নেত্রকোনা ছেড়ে যাওয়া ঐশী এন্টারপ্রাইজ নামক যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইকে থাকা দুজনের মধ্যে চালক নিহত হয়েছেন। অপর জন গুরুতর আহত হয়েছেন।
ঐশী এন্টারপ্রাইজ যাত্রীবাহী বাসটির চালক রুবেল (৪০) নিয়ন্ত্রণ না করতে পারায় এ হতাহতের ঘটনাটি ঘটেছে।
নিহত রিয়াদ হাসান (২২) চানগাঁও আলিয়ারপুর গ্রামের মাজু ভূঁইয়া একমাত্র ছেল। নিহতের বন্ধু আহত রূপক(২০) চানগাঁও শাহপুর তিন বাড়ি গ্রামের কবির হোসেনের ছেলে।
রবিবার রাত ৮.৩৫ মিনিটের সময় মদন নতুন বাস স্টেশনে পার হয়ে ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বন্ধু রূপক গুরুতর আহত হয়ে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নিহতের লাশ নিজ বাড়িতে দাফনের জন্য নিয়ে আসা হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে ,রাত ৮টা ৩০ মিনিটের সময় মদন থেকে ছেড়ে যাওয়া নেত্রকোনা উদ্দেশ্যে যাত্রীবাহী বাস ঐশী এন্টারপ্রাইজ নামক বাসটির চালক রুবেল অতিরক্ত কুয়াশা থাকার কারণে বাইক চালককে দেখতে না পারায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের পিছন দিক থেকে ধাক্কা দিলে বাইকে থাকা দুজনের মধ্যে চালক রিয়াদ হাসান নিহত হয় ও তার বন্ধু রূপক গুরুতর আহত হয় ।
এ বিষয়ে জানতে চাইলে, মদন থানা অফিসার ইনচার্জ ফেরদৌস আলম এ প্রতিনিধিকে দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন , এখনও পর্যন্ত কোন অভিযোগ পাইনি ,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।