নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নে আধুনিকায়নের যুগে পিছিয়ে থাকা অবহেলিত একটি গ্রাম কামারগাঁও। এ গ্রামে আবাল বৃদ্ধ বণিতা মিলে বার শত লোকের বসবাস। ভোটার সংখ্যা সাড়ে চারশত এর অধিক। শতকরা আশি জনই টিপসহি জানা লোক। শিক্ষার হার কম। এ গ্রামটি কেন্দুয়ার সীমান্ত এলাকায় অবস্থিত। গ্রামের মানুষ জনের দুংখ দুর্দশার অনেক। সুবিধা বঞ্চিত অবহেলিত এ গ্রামে যোগাযোগ ব্যবস্থার জন্য দেড় কিলোমিটার পাকা রাস্তা আর একটি ব্রীজ হলেই এলাকাবাসীর মুখে ফুটবে আনন্দের হাসি।
সরাপাড়া বাজার থেকে কামারগাঁও খেয়াঘাট কাঁচা রাস্তাটি দিয়ে চলাচল করতে গিয়ে গ্রামবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হয়। এ রাস্তা দিয়ে ১৫ টি গ্রামের মানুষের যাতায়াত করতে হয়। কামারগাঁও এর প্রায় ২০০ শিক্ষার্থী কাদামাটির রাস্তা দিয়ে স্কুল,মাদ্রাসায় আসা যাওয়া করতে হয়। উপেক্ষা করে যাতায়াত করে। গ্রামের প্রধান রাস্তা এটি। বর্ষাকাল এলেই এ রাস্তায় কোমর মাড়িয়ে চলতে হয় আর তখন ছোট ছোট নৌকায় চলাচল করতে হয়। বর্ষা মৌসুমে গ্রামটি যেন এক অচেনা জনপদের দূরে দ্বীপে পরিণত হয়। গবাদি পশুদের বাড়ির আঙ্গিনা ও বাড়ির ভেতরে রেখেই করতে হয় লালন পালন। এ গ্রামে রোগীদের জরুরী স্বাস্থ্য দেওয়ার জন্য উপজা হাসপাতালে আনার জন্যও অনেক ভোগান্তি পোহাতে হয় এলাকাবাসীর। যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকায় এ গ্রামে নতুন আত্বীয় করতেও অনেকেই অনীহা প্রকাশ করে।
কামারগাঁওয়ের মানুষ সাইঢুলি নদী পার হয়ে পার্শ্ববর্তী উপজেলা আটাপাড়ার তেলিগাতী বাজারে যেতে হয়। এজন্য একটি ব্রীজ নির্মিত হলেই এ গ্রামের মানুষের ভোগান্তি নিরসন হবে।
একমাত্র কাঁচা রাস্তাটি পাকা হলে এলাকারবাসী দুঃখ অনেকটা দূর হয়ে মুখে ফুটবে আনন্দের হাসি। কামারগাঁওয়ের প্রধান সমস্যা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেই সকল সমস্যা সমাধানের দ্বার উন্মোচিত হবে।
এ গ্রাম থেকে স্বাধীনতার ৫০ বছরেও কেউ স্নাতক স্নাতকোত্তর ড্রিগ্রী অর্জন করেনি। সর্বোচ্চ ২০ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করা আছে ১০ জন । এদের মধ্যে মাত্র ৩ জন সরকারী চাকুরীজীবি রয়েছে।
অবহেলিত কামারগাঁও গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়,একটি মসজিদ,একটি নির্মাণাধীন মাদ্রাসা ও দুটি মনোহারী দোকান রয়েছে। এ গ্রামের যোগাযোগ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য এলাকাবাসী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেছেন।
কেন্দুয়া উপজেলার সচেতন মহলের প্রত্যাশা,সরকারের ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে একটি কারিগরি প্রকল্প তৈরি করেছে স্থানীয় সরকার বিভাগ। আমার গ্রাম আমার শহর’ শীর্ষক এ মেগা প্রকল্পের অধীনে সড়ক যোগাযোগ, ইন্টারনেট সংযোগসহ টেলি যোগাযোগ, স্বাস্থ্যকেন্দ্র, নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার মতো অনেকগুলি লক্ষ্য রাখা হয়েছে। কেন্দুয়ার বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামে এর বাস্তবায়ন প্রতিফলিত হলে এলাকাবাসী মুখে হাসি ফুটবে।