(সৈয়দ সময়)
নেত্রকোনা’র কেন্দুয়া উপজেলায় ৪ নং গড়াডোবা ইউনিয়নে আজ সকাল ১১টায় খোদেজা মিরাজ দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া-সাংস্কতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
খোদেজা মিরাজ দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা ও আনসারী শিক্ষা ফাউন্ডেশন এর আয়োজনে ৪ নং গড়াডোবা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন আনসারী শিক্ষা ফাউন্ডেশন ও খোদেজা মিরাজ দারুল আরকাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাংবাদিক আলী উসমান আনসারী । বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন,ইসলামী ফাউন্ডেশন নেত্রকোনার উপ-পরিচালক সাইফুল ইসলাম , ইসলামী ফাউন্ডেশন নেত্রকোনার মসজিদ ভিত্তিক গণশিক্ষার পরিচালক এ,কে,এম, মোস্তাকিম বিল্লাহ্ , স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জাহাঙ্গীর আলম, মো : আসাদুজ্জামান, এম.এ.সামাদ আকন্দ, ৪ নং গড়াডোবা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: গিয়াস উদ্দিন খান প্রমুখ ।
সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি ইমদাদুল হক তালুকদার বলেন, লেখাপড়া করে মানুষ হতে হবে । লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পরিবার, দেশ ও জনগণের কল্যাণে কাজ করে এগিয়ে যেতে হবে ।
আলী উসমান আনসারী বলেন , জেলার
কেন্দুয়া উপজেলায় ৪ নং গড়াডোবা ইউনিয়নে বান্দনাল এলাকায় অবস্থিত ।
জন্মলগ্ন থেকেই এই শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষা প্রদানে সুনামের সহিত কাজ করে যাচ্ছে । লেখাপড়ার জন্য আপনার সন্তান কে জন্য এই মাদ্রাসা দেওয়ার আহ্বান জানান । তিনি আরো জানান, আনসারী শিক্ষা ফাউন্ডেশন অসহায় , গরীব ও এতিম শিশুদের বিভিন্ন ধরনের সহযোগিতা করার দিয়ে আসছে ।
অনুষ্ঠানে উপস্থিত সকলকে কৃতজ্ঞ ও শুভেচ্ছা জানান আলী উসমান আনসারী ।
অনুষ্ঠানে সকল শিক্ষার্থী, অভিভাবক ও
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।