নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নে পাইকুড়া আশ্রয়ন প্রকল্প নির্মাণের কাজ দ্রুত শেষ করে গৃহহীনদের হাতে তুলে দেয়া হবে বলে জানান কেন্দুয়া উপজেলা প্রকল্প উন্নয়ন কর্মকর্তা মো, আজিজুর রহমান। কেন্দুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল এর নির্দেশনায় বসত ঘর সমূহের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। গতকাল সরেজমিনে চলমান কাজ দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল ।
এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প উন্নয়ন কর্মকর্তা মো, আজিজুর রহমান,পাইকুড়া ইউনিয়ন চেয়ারম্যান মো, মতিউর রহমান,সাংবাদিক সমরেন্দু বিশ্বশর্মা । চৌকষ প্রকল্প উন্নয়ন অফিসার মো, আজিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে কেন্দুয়ায় উন্নয়নের কাজে গতি ফিরে এসেছে। প্রতি দিন তিনি মাঠ পর্যায়ে কাজের তদারকির দায়িত্ব পালন করে আসছেন। ৪৫ টি বাড়ী নিয়ে পাইকুড়া আশ্রয়ন প্রকল্প গড়ে উঠেছে। প্রতি বসতঘরে দুই টি রুম, রান্নাঘর ও টয়লেট থাকছে। দৃষ্টি নন্দন প্ৰাকৃতিক পরিবেশে সড়ক ও নিরাপত্তা দেয়াল নির্মাণ করা হচ্ছে এই আশ্রয়ন প্রকল্পে । নিরাপত্তা দেয়াল ছাড়া প্রতি টি ঘরে ব্যয় হচ্ছে ২৫৯৫০০ টাকা ।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে অতি দ্রুত আশ্রয়ন প্রকল্প শেষ করে উপকারভোগীদের হাতে তুলে দেওয়া যাবে।