শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

কেন্দুয়ার অবহেলিত সুবিধা বঞ্চিত গ্রামের নাম কামারগাঁও।

মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া
  • আপডেটের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৬৩৫ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের একটি গ্রামের নাম কামারগাঁও। আধুনিকায়নের যুগে পিছিয়ে থাকা অবহেলিত এ গ্রামের শিক্ষার হার খুবই নগন্য। এ গ্রামটি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের নিন্ম ভাটির অংশ। এ গ্রামের যেন দুংখ দুর্দশার কোন শেষ নেই। সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে তারা এক অনন্য স্বাক্ষী।

এ গ্রামের আমিদ ওয়াসিম নামের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ কামারগাঁও এর দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরছে। ধারণা করা যাচ্ছে লেখাপড়ায়,সফলতা অর্জন হলে বছর চারেক পরে এ গ্রামের প্রথম স্নাতকোত্তর ব্যাক্তি হবে এই আমিদ ওয়াসিম।

বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া বাজার থেকে কামারগাঁও খেয়াঘাট পর্যন্ত ১.৫ কি.মি. কাঁচা রাস্তাটি ভোগান্তির আরেক নাম। যে রাস্তাটি দিয়ে আশেপাশের প্রায় ১৫ টি গ্রামের মানুষের নিত্যদিনকার আনাগোনা করতে হয়। স্কুল, মাদ্রাসার প্রায় ২০০ শিক্ষার্থী এই রাস্তা দিয়ে প্রতিদিন কাদামাটি উপেক্ষা করে যাতায়াত করে। এই কাঁচা রাস্তাটিই গ্রামের একমাত্র রাস্তা। বর্ষাকালে রাস্তাটিতে কোমর পানি বিদ্যমান থাকে। সে সময় দূর থেকে গ্রামটিকে দ্বীপের মত দেখা যায়। তখন গ্রামের মানুষের সমস্যা আর দুঃখের অন্ত থাকে না।

কামারগাঁওয়ের জনমানুষের জন্য প্রয়োজন পরিচিত সাইঢুলি নদীর ওপর একটি ব্রিজ। যে ব্রিজটির জন্য চেয়ে আছে কামারগাঁও, সরাপাড়া, কুমুরুড়া, উজিয়ালপুর, রাজাইল, জুড়াইল, কান্দিপাড়া, গাতিপাড়া, রামসিদ্ধ,পালগাঁও ও বরতলি এবং আশেপাশের আরো কয়েকটি গ্রামের মানুষ।

কামারগাঁও থেকে উজিয়ালপুর পর্যন্ত একটি সংযোগ সড়ক আরেকি কাঁচা রাস্তা হলে এলাকারবাসী দুঃখ অনেকটা দূর হবে। এ এলাকার গোপালপুর উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় ৩০ জন শিক্ষার্থী কোমর পানি ভাঙ্গা থেকে রক্ষা পাবে। কামারগাঁওয়ের প্রধান সমস্যা যোগাযোগ ব্যবস্থা অনুন্নত। যার কারনে গ্রামের শিক্ষার হার নিম্ন।আমিদ ওয়াসিমের ভাষ্য মতে স্বাধীনতার ৫০ বছরেও স্নাতক স্নাতকোত্তর কামারগাও গ্রামকে স্পর্শ করতে পারে নি”। কামারগাঁওয়ে এযাবৎ কালে মাধ্যমিক পাশ করা শিক্ষার্থী সর্বোচ্চ ২০ জন ও উচ্চ মাধ্যমিক পাশ করা শিক্ষার্থী প্রায় ১০ জন এবং স্নাতক স্নাতকোত্তর ত আদৌও নেই। কামারগাঁও এমন একটি গ্রাম যেখানো গ্র্যাজুয়েট সম্পন্ন করা এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী নেই।

অবহেলিত কামারগাঁও গ্রামের শিক্ষার হার বাড়ানোর জন্য ও গ্রামের মানুষের ভোগান্তি দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের উর্ধতন মহলসহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin