মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহারের গৃহ উদ্বোধন উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় মত বিনিময় সভা ও প্রেস বিফিং অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ঈদুল ফিতরে ঈদ উপহার উপলক্ষে আগামী ২৬ এপ্রিল সারাদেশের ন্যায় কেন্দুয়া উপজেলায় তৃতীয় প্রর্যায়ে ১৭ টি ঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ সভাকক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় ও প্রেস বিফিংয়ে এ তথ্য জানান কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঁইয়া,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁঞা,কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কেন্দুয়া পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঁঞা, কেন্দুয়া উপজেলা ভূমি কর্মকর্তা রাজিব,ওসি কাজী শাহ নেওয়াজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান মৃধা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো: মোজাম্মেল হক সহ কেন্দুয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।