নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলাকে (ক) শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন ঘোষনা করার লক্ষ্যে টাস্কফোর্স কমিটি, জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষকবৃন্দ ও সাংবাদিকবৃন্দের সাথে যৌথ সভা ১২ এপ্রিল মঙ্গলবার সকাল দশটায় অনুষ্ঠিত হয়েছে।
কেন্দুয়া উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত যৌথ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অসীম কুমার উকিল এম,পি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমসহ আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম,কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁঞা,, কেন্দুয়া পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞা, ওসি কাজী শাহনেওয়াজ, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান মৃধা,বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান,উপজেলা প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।