ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ সংগঠনের উপজেলা শাখার নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য নাজনীন আলম ও সাধারণ পদে সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রমিজ উদ্দিন স্বপন নির্বাচিত হয়েছেন।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ আনছার উদ্দিন ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস আলম রবিবার (৩১ জুলাই) জেলা কমিটির সুপারিশক্রমে ১৯ সদস্যের আংশিক এ কমিটি অনুমোদন করেন। নতুন কমিটির নেতৃবৃন্দকে দ্রম্নত সময়ের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
কমিটিতে সহ সভাপতি পদে-উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক কাশেম, সংগঠনের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহাম্মদ, সাবেক ইউপি চেয়ারম্যান আহাম্মদ উলস্নাহ আব্দুল হাই, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহাম্মদ মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে- উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মশিউর রহমান কাউসার, উপজেলা মৎস্যজীবী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক বিলস্নাল হোসেন ফকির, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নূর মোহাম্মদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক পদে- উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি মোশারফ হোসেন বাচ্চু, প্রচার সম্পাদক পদে- উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য আরিফ সরকার নির্বাচিত হন।
কার্যনির্বাহী সদস্যরা হলেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস আলম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রঞ্জন সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুর রহমান সেলিম, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক কামাল হোসেন তালুকদার, উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি তসলিমা আক্তার কলি, আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, আবুল কাশেম।