জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, নেত্রকোণা জেলা কার্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির বিভিন্ন অংশ হিসেবে সকাল ৯.০০ ঘটিকায় জেলা প্রশাসনের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। সকাল ১০.০০ ঘটিকায় জেলা কার্যালয়ে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী হায়দার রাসেল, সহকারী পরিচালক, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হুমায়ূন কবির, সহকরী প্রকল্প পরিচালক, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম। সভার প্রারম্ভে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কেইক কাটা ও তাঁর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয় এবং ভবিষ্যত প্রজন্মের বাচ্চারা যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে অনুপ্রানিত হয় সে বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়।