আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ১৩ টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার,মহিলা মেম্বারদের মাঝে ঈদ উপহার বিতরণ শুরু করেছেন। রোববার ১৭ এপ্রিল উপজেলার তিনটি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করেছেন। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে ঈদ উপহার বিতরণ করবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পুরস্কার প্রাপ্ত
১১নং চিরাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২, সালমা আক্তার জানান – ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আসন্ন ঈদুল ফিতরের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ যুব মহিলালীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিলের সাথে আলোচনা করে ১৩ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাঝে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আমার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করছি।