টিসিবি’র পণ্য আত্মসাতকারীদের যথোপযুক্ত শাস্তি চায় নেত্রকোণা’র কেন্দুয়া উপজেলার ১৩ নং পাইকুড়া ইউনিয়নবাসী।উল্লেখ্য গত ৩ অক্টোবর বৃহস্পতিবার পাইকুড়া ইউনিয়ন বিএনপি’র সদ্য সাবেক সভাপতি আবুল হাসেম ভূঁইয়া’র ঘর থেকে টিসিবি’র ১৮০ কেজি চাল , ৭০ কেজি মসুর ডাল ও ৭২ লিটার সয়াবিন তেল উদ্ধারসহ আবুল হাসেম ভূঁইয়া কে আটক করে কেন্দুয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে যৌথবাহিনী।এরি পরিপ্রেক্ষিতে ৪ অক্টোবর শুক্রবার রাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ নীতি বিরোধী কাজ করায় আবুল হাসান ভূঁইয়াকে সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয় এবং ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় । এ বিষয়ে সরেজমিনে পাইকুড়ার মিয়া হোসেন মার্কেট এলাকার এলাকাবাসী জানান,টিসিবি’র কার্ডধারী অনেকে পণ্য পায় নাই।রাতেও দেওয়া হয় তবে অনেকে পরিমাণে কম পেয়েছে ।মিয়া হোসেন মার্কেট জামে মসজিদের ঈমামও টিসিবি পণ্য না নিয়ে ফেরত যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লোকজন বলেন , টিসিবি পণ্য হরিলুট করে নিয়ে যায় বাড়লা গ্রামের একজন প্রভাবশালী নেতার সহযোগিতায়।এতে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।এলাকাবাসী হরিলুট ও অনিয়মের বিরুদ্ধে বিচার চান।
কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সঞ্জুর রহমান ভূঁইয়া বলেন , চাঁদাবাজ ও চোরদের দলে স্হান নাই। এ বিষয়ে ৪ নং ওয়ার্ড মেম্বার মো: মজিবুর রহমান বলেন , পণ্যভোগীদের মধ্যে কেউ কেউ পণ্য না পেয়ে ফেরত যায় । রাত ১০ টায় অনেকে পণ্য পেয়েছে,হযবরল অবস্থা। এ রকম বিগতকালে দেখা যায়নি।
টিসিবি পণ্য নিয়ে এই অরাজকতার যথোপযুক্ত বিচার ও শাস্তির দাবি জানিয়েছে পাইকুড়া ইউনিয়নবাসী।