বর্ডার গার্ড বাংলাদশ নেত্রকানা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দুর্গাপুর উপজলার ভারতীয় সীমান্তবর্তী ফাড়ংপাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে ৪৫ লক্ষ ৬৭ হাজার ৫ শত টাকা মূল্যের চােরাচালানকৃত বিপুল পরিমান ভারতীয় সুপারী ও চা পাতা আটক করেছে।
নেত্রকানা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দুর্গাপুর উপজলার দুর্গাপুর সদর ইউনিয়নের নলুয়াপাড়া বিওপি’র নায়েব সুবেদার মােঃ ওয়াহদুজ্জামানের নেতৃত্বে ১৪ সদস্যের একটি টিম বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফাড়ংপাড়া সীমান্ত এলাকায় টহল দিছিল। এ সময় নিজস্ব গােয়েন্দা তথ্যর ভিত্তিত বিজিবি’র টহল দলটি একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে চােরাচালানকৃত ১৬৩ বস্তায় ৮ হাজার ১ শত ৫০ কেজি ভারতীয় মজা সুপারী এবং ৫০ বস্তায় ৩ হাজার কেজি চা পাতা আটক করা হয়। ঘরে কােন লােককে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বিজিবির উপস্তিতি টের পেয়ে তারা পালিয়ে গেছে। আটককৃত সুপারী ও চা পাতার সিজার মূল্য ৪৫ লক্ষ ৬৭ হাজার ৫ শত টাকা। আটককৃত সুপারী বৃহস্পতিবার বিকালে নেত্রকানা কাস্টমস্ অফিস জমা দেয়া হয়েছে। আর চা পাতা ধংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়ছে।