নেত্রকোণার কেন্দুয়ায় আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাদে আঠারোবাড়ী এলাকার মোঃ সায়েদুর রহমানের পুত্র কেন্দুয়া উপজেলা ছাত্রলীগ নেতা আপেল মাহমুদ বাদী হয়ে মাসকা ইউপি চেয়ারম্যান সালাম বাঙ্গালীসহ ১৯ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করে গতকাল ১৯ ডিসেম্বর রাতে এই মামলা দায়ের করেন।
মামলা সংক্ষিপ্ত বিবরণীতে প্রকাশ, গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর রাত সাড়ে ৮টার দিকে নেত্রকোণা ৩ – (কেন্দুয়া- আটপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টুর কর্মীসমর্থকরা মাসকা বাজারে মিছিল বের করে। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী অসিম কুমার উকিলের সমর্থক মাসকা ইউপি চেয়ারম্যান সালাম বাংঙ্গালীর নেতৃত্বে শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্র নিয়ে পিন্টুর মিছিলের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় পিন্টুর ৩০ জন কর্মী সমর্থক আহত হয়। এসময় হামলাকারীরা পিন্টুর নির্বাচনী কার্যালয়সহ ৫টি মোটরসাইকেল ভাংচুর করে।
এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামূল হকের সাথে বুধবার দুপুরে কথা বললে তিনি মামলা হওয়ার কথা স্বীকার করে বলেন, আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।