বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন,এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় জাতীয় সমবায় দিবস ২০২২ পালিত হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের আয়োজনে জেলা পাবলিক হলের সামনে থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহম্মেদ,অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন খান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান, ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ (এফ.আর.এস.বি) সাংবাদিক সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হাসান, জেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরো অনেকে।
পরে পাবলিক হল মিলনায়তনে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।