আজ সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে দুই হাজার কিলোমিটার সড়ক-মহাসড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর মধ্যে নেত্রকোণা-পূর্বধলা অংশে ২৭ কোটি ৩৩ হাজার টাকা ব্যায়ে ৮ দশমিক ৫০ কিলোমিটার সড়ক রয়েছে।
এ উপলক্ষে আজ সকালে নেত্রকোণা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে, প্রধানমন্ত্রীর সড়ক-মহাসড়ক উদ্বোধন পর্ব শেষে, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে “উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনির হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহরিয়ার সুলতান, পৌরসভার প্যানেল মেয়র এসএম মহসিন আলমসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।