নেত্রকোণার কেন্দুয়া- আঠারোবাড়ি সড়কে কমলপুর নামক স্থানে আজ বিকালে অটোরিকশা ও সিএনজি সংঘর্ষে নাজমুল হোসেন ভুইয়া নাম একজন নিহত হয়েছে। এ সময় ৩ জন আহত হয়।
নিহত নাজমুল হোসেন মদন উপজেলার তিয়শ্রী গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
কেন্দুয়া থানার ওসি তদন্ত মীর মাহবুব জানান, সোমবার বিকাল আড়াইটার দিকে যাত্রীবাহী একটি সিএনজি কেন্দুয়ার দিকে আসছিল। উপজেলার কমলপুর নামক পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাজমুল মারা যায়। এসময় তিনজন আহত হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্বজনদের সাথে আলোচনা করে মরদেহ বুঝিয়ে দেয় পুলিশ। আহতরা প্রথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।