নেত্রকোণা সোসিও-ইকোনোমিক এন্ড রুরাল এডভান্সমেন্ট এসোসিয়েশন সেরার উদ্যাগে বাংলাদেশে বঞ্চিত জনের অধিকার প্রকল্পের আওতায় করোনাকালীন প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক (সেরা) নেত্রকোণা এস. এম. মজিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান,
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান জনাব প্রশান্ত কুমার রায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ, সহকারী পরিচালক উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো রুহুল আমিন, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান, শ্যামলন্দ পালসহ সেরার কর্মকর্তাবৃন্দ।
এ অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন সেরার প্রোগ্রাম ম্যানেজার এ. কে. এম. রিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান,বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান জনাব প্রশান্ত কুমার রায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ, সহকারী পরিচালক উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো রুহুল আমিন, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান, শ্যামলন্দ পালসহ আরো অনেকে।