নেত্রকোণা সদর উপজেলায় কাইলাটি ইউনিয়নের ফচিকা নামক স্থানে নদীতে অবৈধভাবে বাঁধ নির্মান নদীতে মাছ ধরে এলাকা কিছু অসাধু লোকজন।
গতকাল (২৬ জুন) দুপুরে জেলা প্রশাসক অন্জনা খান মজলিশের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের নেতৃত্বে কাইলাটি ইউনিয়নের ফচিকা গ্রামের নদীতে অবৈধ বাঁধ ভেঙে দেওয়া হয় ও ৩টি অবৈধ জাল জব্দ করে ফুরিয়ে ফেলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা দেবাশীষ ঘোষ, কাইলাটি ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হকসহ উপজেলার বিভিন্ন কর্মচারী ও পুলিশসদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন অবৈধভাবে বাঁধ নির্মান ও অবৈধ জাল দিয়ে নদীতে যারা এই ধরনের কাজ করবে তাদেরকে ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।