শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

নেত্রকোনার দুর্গাপুরে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল স্কুল ছাত্র মনির মিয়ার

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১০৪ বার পড়া হয়েছে

স্কুল ছুটি শেষে সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মনির মিয়া (১১) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ (২৮ মে) রবিবার বেলা সাড়ে তিনটার দিকে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের রাণীখং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুরে।

মৃত মনির মিয়া বিজয়পুর গ্রামের রুহুল আমীনের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে মনির ছিল বড়।

মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, সে রাণীখং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রতিদিনের মতো আজও সকালে স্কুলে যায়। তবে স্কুল ছুটির পর সে আর বাড়ি ফিরেনি। সহপাঠীরা জানায়, স্কুল ছুটির পর সহপাঠীদের সঙ্গে সে স্কুলের সামনের পুকুরে গোসল করতে নামে। গোসল করার সময় এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। তার খোঁজ না পেয়ে সহপাঠীরা ডাক চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন পুকুরে নেমে পানির নীচ থেকে উদ্ধার করে দ্রæত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোহাম্মদ আশিক ইকবাল শিশুটিকে মৃত ঘোষনা করে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শিবিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি পানিতে ডুবে শিশু মনিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin