নেত্রকোনার পূর্বধলায় আমদানী নিষিদ্ধ ৪৮ বোতল ভারতীয় মদসহ দীপ্ত হাউই (২৭) নামক এক উপজাতি মাদক ব্যবসায়ীকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানা পুলিশ বুধবার (১৬ জানুয়ারি) বিকালে শ্যামগঞ্জ-বিরিশরি সড়কের পূর্বধলা উপজেলার আত্কাপাড়া নামক স্থানে চেক পোস্ট বসিয়ে সন্দেহ জনক একটি ব্যাটারী চালিত ভ্যান গাড়ীতে তল্লাশী চালিয়ে দুটি পাটের বস্তায় লুকানো আমদানী নিষিদ্ধ ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার এবং মাদক চোরাচালানের সাতে জড়িত দীপ্ত হাউইকে আটক করে। আটককৃত দীপ্ত হাউই নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার লক্ষীপুর গ্রামের এলট চাম্বু গং এর ছেলে।
এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলামের সাথে সন্ধ্যায় যোগাযোগ করলে তিনি ৪৮ বোতল ভারতীয় মদসহ এক উপজাতি মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।