ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভা করেছেন।
বুধবার সকাল ১০ টার দিকে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন শেষে কেন্দুয়া উপজেলা পরিষদ হল রুমে ইউএনও মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বক্তব্য রাখেন।
বিভাগীয় কমিশনার কেন্দুয়ায় আগমনের সাথে সাথেই কেন্দুয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
মত বিনিময় সভার শুরুতেই কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মানপত্র পাঠ করা হয়। পরে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে মানপত্র প্রদান করেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা,পৌর মেয়র আসাদুল হক ভূঁঞা, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাব সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা।
এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম তারঁ রচিত বই উপহার দেন। কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, কেন্দুয়া পৌর মেয়র আসাদুল হক ভূঁইয়া,সান্দিকোনা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলামসহ অন্যান্যরা।
কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমীসহ কেন্দুয়া উপজেলার সামাজিক, রাজনৈতিক, বীর মুক্তিযোদ্ধা,ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় কেন্দুয়া উপজেলার সার্বিক খোঁজ খবর নেন বিভাগীয় কমিশনার।
উপজেলা পরিষদ হল রুমের মত বিনিময় সভা শেষে বিভাগীয় কমিশনার কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়েও এক মত বিনিময় সভা করেন। এছাড়াও কেন্দুয়া পৌরসভা,কেন্দুয়া উপজেলা ভূমি অফিস, বলাইশিমুল ইউনিয়নে আশ্রয়ন প্রকল্প পরিদর্শনসহ কেন্দুয়ার গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থান পরিদর্শন করেন।