ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় সনাতন ধর্মাম্বলীদের প্রধান ধর্মীয় উৎসব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হয়েছে। ১৯ আগষ্ট শুক্রবার বাংলাদেশ পূজা উদযাপন কমিটি, গৌরীপুর উপজেলা শাখা ও শ্রীশ্রী গোবিন্দ জিউর মন্দির পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে গোবিন্দ জিউর মন্দির আঙ্গিনায় এ উপলক্ষে আলোচনা সভা এবং বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গৌরীপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন চন্দ্র সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল কর এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ, বিশেষ অতিথি গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম নুরুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুবীর হোম চৌধুরী প্রমুখ।