ময়মনসিংহ জেকার গৌরীপুর উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও সামাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় শোক দিবসের অন্যান্য কর্মসূচির পাশাপাশি (১৫ আগস্ট) সোমবার ৫ জন পুরুষ-নারীদেরকে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি এসকল উপকরণ বিতরণ করেন।
সমাজসেবা কর্মকর্তা জানান, উপজেলার বোকাইনগর ইউনিয়নের মামুদনগরের মোঃ জুলমতের স্ত্রী মোছাঃ হেলেনা বেগম ও মাওহা ইউনিয়নের বীর আহমদপুরের মৃত সদর আলীর পুত্র মোঃ আনিছুর রহমানকে একটি করে গাভি এবং ডৌহাখলা ইউনিয়নের রাম সিংজানি গ্রামের মোঃ জসীম উদ্দিনের পুত্র মোঃ আবুল কাশেম, গৌরীপুর ইউনিয়নের পালান্দর গ্রামের মৃত আলকাছের স্ত্রী আমিনা খাতুন, রামগোপালপুর ইউনিয়নের মৃত মনির আলীর স্ত্রী মোছাঃ মোকমিনা খাতুনকে একটি করে অটো রিকশা সহায়তা করা হয়।
উপকরণ সহায়তায় এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, সহকারি কমিশনার ভূমি মোসাঃ নিকহাত আরা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, আওয়ামী-লীগ নেতা শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুল ইসলাম আকন্দ প্রমূখ।