হারাবোনা তোমায় এই সুন্দর পৃথিবীতে
মো. জহিরুল ইসলাম খান( হীরা)
ঝিঁঝিঁ পোকা ডাকে এ আঁধার রাতে,
সুর হারা পাখিটি কেন কাঁদে রাতে?
কি ব্যাথায় কাঁদে পাখি,
ব্যাথারি সাগরে?
বেদনার ঝড় উঠে হৃদয়ের কোণে।
ভাবি মনে মনে কোনো শুভ দিনে,
আসিবে কবে মধুর মিলনে,
পথ চেয়ে রব আমি তোমারই আগমনে।
বেঁচে আছি পৃথিবীতে,
তবু মিলন আশায়,
গগন কালো মেঘে তব আশা জাগে,
হারাবোনা তোমায় এই সুন্দর পৃথিবীতে।