বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটািলয়ন (৩১ বিজিব) ভারতীয় সীমান্তবর্তী ভরতপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৭ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী কসমেটিক জব্দ করেছে।
নেত্রকোণা ব্যাটািলয়ন (৩১ বিজিব)’র অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া গণমাধ্যম কর্মীদএর কাছে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান শনিবার দিবাগত রাত ১ টা ২০ মিনিটের দিকে দূর্গাপুর উপজেলার ভরতপুর বিওপি’র নায়েব সুবেদার মোঃ ফরিদুল ইসলাম খাঁনের নেতৃত্বে ১০ সদস্যের একটি টিম সীমান্তে টহল দিচ্ছিল। এ সময় গাজিরকোণা নামক স্থান থেকে ৩৭ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ১৪ হাজার ৯ শত পিস ভারতীয় ক্লিন এন্ড ক্লিয়ার ফেস ওয়াশ জব্দ করে বিজিবি’র জোয়ানরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য ৩৭ লক্ষ ২৫ হাজার টাকা মাত্র।
জব্দকৃত কসমেটিক নেত্রকোণা জেলা কাষ্টমস অফিসে জমা করা হয়।