বর্ডার গার্ড বাংলাদশ নত্রকানা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) বহস্পতিবার ভার দুর্গাপুর উপজলার ভারতীয় সীমান্তবর্তী ফাদা নামক স্থান অভিযান চালিয় চারাচালানর বিপুল পরিমান ভারতীয় শাড়ী আটক করছ।
নত্রকানা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লঃ কর্ণল এ এস এম জাকারিয়া গণমাধ্যম কর্মীদর কাছ প্ররিত প্রসবিজ্ঞপ্তিত জানান, দুর্গাপুর উপজলার বারমারী বিওপি’র জায়ানরা ভার সাড় ৫টার দিক সীমান্ত এলাকায় টহল দিছিল। এ সময় ফাদা নামক এলাকায় অভিযান চালিয় চারাচালানকত বিপুল পরিমান ভারতীয় শাড়ী আটক করা হয়। বিজিবি’র উপস্থিতি টের পয় চারাকারবারীরা পালিয় যায়। আটককত শাড়ীগুলার মধ্য রয়ছ ১৭০ পিস লতিকা শাড়ী, ১৪০ পিস শানজানা শাড়ী, ১৩০ পিস জামদানী শাড়ী।
জব্দকত মালামালর আনুমানিক সিজার মূল্য ১৭ লক্ষ ৫ হাজার টাকা। জব্দকৃত এ সকল মালামাল নত্রকানা কাস্টমস্ অফিস জমা দয়া হব।