বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঈশ্বরগঞ্জের ইতিবৃত্ত ও অজানা কিছু ইতিহাস ( পর্ব-৩) নেত্রকোনায় কেন্দুয়ায় শিল্প বিপ্লব নিয়ে দুই শতাধিক তরুণের অংশ গ্রহণে ভাবনা উৎসব নেত্রকোনায় কেন্দুয়ায় ‘স্মরণে মননে হেলাল হাফিজ’ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত আটপাড়ায় অনিয়মের অভিযোগ দেখিয়ে মাদ্রাসার শিক্ষককে বরখাস্ত নেত্রকোণা সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিনামূল্যে বাস সার্ভিস চালু মদন চাঁনগাও ইউনিয়নে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত। কেন্দুয়ায় তিন দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ ও মাঠ দিবস লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পরুষ্কার বিতরনী ২০২৫ অনুষ্ঠিত আটপাড়ায় সরকারি জায়গা দখল, অভিযোগ এলাকাবাসীর। নেত্রকোণার দুর্গাপুরে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

মদনে স্কুলের জায়গায় ওয়াকসপ শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত।

মদন প্রতিনিধি (শফিউল আলম রানা)
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৬৮৬ বার পড়া হয়েছে
 নেএকোনার মদনে সারাদেশের ন্যায়   করোনা মহামারী কারনে দীর্ঘদিন  স্কুল বন্ধ থাকার পর সরকারি নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে স্কুল খোলার পর।  ফতেপুর  ইউনিয়নে  হাসনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে বাণিজ্যিক শিল্প ওয়াকসপের কাজের কারণে কোমলমতি শিক্ষার্থীদের শব্দ দূষণে পড়ালেখার বিঘ্ন ঘটার এক অভিযোগ উঠেছে।
অভিযোগের আলোকে ও এলাকাবাসীর সূত্রে  জানা যায়, ফতেপুর ইউনিয়নের  দেওসহিলা গ্রামের মৃত আবদুল গনি মিয়ার ছেলে,  শেখ জামাল মিয়া প্রথমে হাসনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বাই সাইকেলের গ্রেরেজ করে অস্থায়ী।
সেই  গ্রেরেজ থেকে এখন বৃহত্তম বাণিজ্যিক শিল্পের ওয়াকসপ দেওয়ায় ড্রিল মেশিন, ঝালাই মেশিনের শব্দ দূষণের  কারণে কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখার বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্কুল কমিটি সভাপতি ও প্রধান শিক্ষক  বারবার বলার পরও বাণিজ্যিক শিল্প ওয়াকসপ না সরানো কারণে অভিযোগ করতে বাধ্য হন স্কুল কমিটির সভাপতি।

হাসানপুর সরকারি প্রাথমিক  স্কুলের পাশে এই ওয়াকসপের শব্দ দূষণের ক্ষতিকর  প্রভাব  পড়ছে  কোমলমতি শিক্ষার্থীদের উপরে। যা প্রতিদিনের পাঠদানের বিঘ্ন ঘটাচ্ছে এই বাণিজ্যিক শিল্প ওয়াকসপ।

 শিশুদের কানে যেকোনো শব্দের ব্যাপারে যথেষ্ট সংবেদী। তাই তীব্র শব্দ কানের পর্দাতে বেশ জোরে ধাক্কা দেয়, যা কানের পর্দাকে নষ্টও করে দিতে পারে। শিশুদের ক্ষেত্রে
এর ক্ষতিকর প্রভাব সুদূর প্রসারী হতে পারে।
হাসনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোজাম্মেল হক  এ প্রতিনিধিকে জানান,  বাণিজ্যিক শিল্প ওয়াকসপের  মালিক শেখ  জামাল প্রথমে অস্থায়ী  বাইসাইকেল গ্যারেজ করার সময় বলেছিল,  স্কুলের শিক্ষার্থীদের ক্ষতি  হলে আমি অন্যত্র  চলে যাব, এখন শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে এমন কথা বারবার বলার পরও সে  যাচ্ছে না। কোমলমতি শিক্ষার্থীরা খেলাধুলা দৌড়াদৌড়ির করার সময় পায়ে  লোহা ঢুকে অসুস্থ হচ্ছে ।
ওয়াকসপের মালিক শেখ  জামাল উদ্দিনের সাথে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাকে বাজার কমিটি জায়গা দিয়েছে এখানে , তারা যদি বলে আমি চলে যাব, স্কুল কমিটি ও শিক্ষক বললে আমি যাব না। আপনারা যা পারেন তা করেন।
 স্কুল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা   আব্দুর রহিম বলেন,  আমি সহ প্রধান শিক্ষক, বারবার  নিষেধ করেছি  ওয়াকসপটি নিয়ে   চলে যাওয়ার জন্য, নিষেধ অমান্য করে এখন আরও  হাওয়া মেশিন ঝালাই মেশিন, ড্রিল মেশিন এনেছে । এই শব্দে দূষণের কারণে  কোমলমতি শিক্ষার্থীরা পড়ালেখা করতে অসুবিধা হচ্ছে । শিক্ষকদের ক্লাস নিতে অসুবিধা হচ্ছে, এমন কথা বলার পরও সে স্কুলের জায়গা ছাড়তে রাজি হচ্ছে না। তাই আমি বাধ্য হয়েছি  অভিযোগ করতে।
এব্যাপারে জানতে চাইলে  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন এ প্রতিনিধিকে বলেন,স্কুলের পাশে ওয়াকসপের কাজ  করা কোন ভাবে কাম্য নয়,  শিক্ষার্থীদের পড়া লেখা ক্ষতি  যা আইন বহির্ভূত কাজ। আমি এ বিষয়ে ঊর্ধ্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে। আইনগত গত ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে জানতে চাইলে ,উপজেলা নির্বাহি অফিসার বুলবুল আহমেদ তিনি বলেন , অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin