নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার জমিসহ ঘর পেয়েছে ৭৭ টি পরিবার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ের চতুর্থ ধাপে জমি ও গৃহ প্রদান কার্য্যক্রমের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
গণ ভবন প্রান্ত থেকে যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনা জমি ও গৃহ প্রদানের শুভ উদ্বোধন করেন। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল নয়টার দিকে কেন্দুয়া উপজেলা পরিষদের হল রুমে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃনুরুল ইসলাম,পৌর মেয়র আসাদুল হক ভুঁঞা,বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী,ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বাঙ্গালী,কামরুজ্জামান সোহাগ, সাংবাদিক আসাদুল করিম মামুন, উপকারভোগীবৃন্দের মধ্যে আব্দুল করিমসহ অন্যান্যগণ।
তৃতীয় পর্যায়ের ৪র্থ ধাপে ১৯৭ টি ঘরের মধ্যে ৭৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হয়েছে। ২১ জুলাই সারাদেশের ন্যায় কেন্দুয়া উপজেলার ৭৭ টি পরিবারের নিকট জমির কবুলিয়ত দলিল ও খতিয়ান প্রদান করা হয়েছে। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী গনভবন প্রাঙ্গন থেকে যুক্ত হয়ে ভিডিও মাধ্যমে উপকারভোগী পরিবারের মাঝে গৃহ হস্তান্তর অনুষ্ঠানটি কেন্দুয়া উপজেলা পরিষদে হল রুমে প্রজেক্টরের মাধ্যমে সকলকে দেখানো হয়।
গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক, সাংবাদিক, কর্মকর্তা গণ, উপকারভোগীগণসহ সুধীজন উপস্থিত ছিলেন।