এতে গুরুতর আহত হয় দুই পক্ষের ৯ জন। গুরুতর আহতরা হলেন, আঃ গফুরের ছেলে নোয়াব হোসেন( ৭০), নোয়াব হোসেনের ছেলে সেলিম( ৪০) হেলিম(৩৫), আলিম (৩০)ডালিম(২৫)।
আঃ হাইয়ের ছেলে মানিক (৪৫) মানিকের ভাই হান্নান (৪০) মান্নান (৩৫) আলম( ৩৫)।
গুরুতর আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার শেষে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সরজমিনে গিয়ে এলাকাসীর সূত্রে জানা যায়, নোয়াব হোসেনের ছেলে আলিম, ও আঃ গফুরের ছেলে আলম জমির আল নিয়ে কথা কাটাকাটি শুরু হয়, এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে গুরুতর আহত হয় দুপক্ষের ৯ জন।
ওসি ফেরদৌস আলম এ প্রতিনিধিকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করেছি, এলাকা শান্ত রয়েছে। এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।