
নেত্রকোনা ৪ মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ী, ১৫/১১/২৫ ইং নভেম্বর রোজ শনিবার সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বক্তব্য বলেন দীর্ঘ ১৭ বছর ৬ মাস পর আমি নির্বাচনে আসতে পারবো কল্পনাও করিনি।
আমাকে দুইবার মৃত্যু দন্ড দেয়া হয়েছে। এত গুলো মৃত্যু দন্ড বাংলাদেশে আর কাউকে দেয়া হয়নি। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আর ভালবাসায় ’দীর্ঘ ১৭ বছর ৬ মাস পর কারামুক্ত হয়ে আবারও নির্বাচন করতে পারব কখনও ভাবিনি, এক বছর আগেও ভাবি নাই, এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই, পাশাপাশি আমার দল, আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য ও শুকরিয়া আদায় করছি।
নেত্রকোনা ৪ আসনের সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর বিএনপির মনোনয়ন ঘোষণার পর প্রথমবারের মতো নিজ এলাকায় মদনে শনিবার নায়েকপুর ও ফতেপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের নির্বাচনী জনসভায় গণসংযোগের সময় নেতাকর্মী ও ভোটারদের সাথে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এজন্য মদনবাসীর কাছেও শুকরিয়া আদায় করছি। আমার নির্বাচনী এলাকার মানুষ আমার জন্য দোয়া করেছে। আমার জন্য রোজা রেখেছে, নামাজ পড়েছে তাদের এই ঋণ আমি কখনোই ভুলতে পারব না।
গণসংযোগের সময় উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ সিনিয়র সহসভাপতি আবু তাহের আজাদ যুগ্ন সাধারন সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ সেকুল সাংগাঠনিক সম্পাদক ফজলে এলাহি টুটুল সাবেক সাংগাঠনিক সম্পাদক লালু সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। ওই দিন তিনি বাশরী ঈদগাহ মাঠ, নায়েকপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাখনা গোয়াইল বাড়ী মোড়, রাজতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাও প্রাথমিক বিদ্যালয়, পাছ আলমশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমশ্রী মোড়, বরাটি বাজার, ফতেপুর ধানকুনিয়া ব্রিজ, ফতেপুর দেওয়ান বাড়ী মোড়, হাটশিরা বাজার, দক্ষিণকান্দা বাজার ও হাসনপুর বাজারে নির্বাচনী সফর করে ভোটারদের সাথে মতবিনিময় করেন।