নেত্রকোনার আটপাড়া উপজেলা পর্যায়ে সকল বিভাগীয় কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ খাইরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোস্তাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪নং বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস রানা আঞ্জু প্রমুখ।
পরে জেলা প্রশাসক দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে ৬ হাজার টাকার চেক ঢেউটিন ও শীতবস্ত্র বিতরণ সহ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।